পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে চিতার হামলায় জখম 5 - leopard attack in Sitapur

গতকাল ওই গ্রামেরই কয়েকজন বাসিন্দা খেতে কাজ করছিলেন । রাকেশ সিং এবং তাঁর তিন ছেলেসহ অন্যান্য কয়েকজন সেখানে ছিলেন । তাঁরা দেখেন, একটি চিতা পাম্পঘরের পাশে লুকিয়ে আছে ।

leopard attack
leopard attack

By

Published : May 26, 2020, 8:17 AM IST

সীতাপুর, 26 মে : একটি চিতার আক্রমণে পাঁচজন জখম হলেন । গতকাল উত্তরপ্রদেশের হরিহরপুর গ্রামে ঘটনাটি ঘটে। হামলা চালানোর পর পালিয়ে যায় চিতাটি । বনকর্মী এবং পুলিশকর্মীরা ঘটনাস্থানে পৌঁছান । চিতাটির খোঁজ চলছে।

গতকাল ওই গ্রামেরই কয়েকজন বাসিন্দা খেতে কাজ করছিলেন । স্থানীয় রাকেশ সিং এবং তাঁর তিন ছেলেসহ গ্রামের অন্যান্য কয়েকজন সেখানে ছিলেন । তাঁরা দেখেন, একটি চিতা পাম্পঘরের পাশে লুকিয়ে আছে । কাছে এগোতেই রাকেশদের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাটি । পাঁচজন জখম হন। এরপর চিতাটি ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । পাঁচজনের মধ্যে রাকেশ সিং এবং তাঁর ছেলে সোনু সিং গুরুতর জখম হন। গ্রামবাসীরা তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করেন । CHC গোন্দলামাউ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে । বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

পুলিশ এবং বন দপ্তরে খবর দেন গ্রামবাসীরা । তারা গ্রামে পৌঁছাতেই চিতাটি গাছে উঠে পড়ে । এরপর পাশের লাইলি গ্রামে চলে যায় । এখনও সেই চিতার খোঁজ চলছে । SDO অরুণ কুমার, বন আধিকারিক সুনীল ত্রিপাঠীসহ অন্যরা ঘটনাস্থানে উপস্থিত ছিলেন । গ্রামবাসীদের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details