পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানেনি লকডাউন বিধি, বিয়ের আগেই গ্রেপ্তার বর - five including groom arrested in Odisha

ওড়িশার বারহামপুরে লকডাউন বিধি না মেনে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন । তাই বর সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । 50 হাজার টাকা জরিমানাও করা হয়েছে ।

odisha
odisha

By

Published : Jul 5, 2020, 4:24 PM IST

ভুবনেশ্বর, 5 জুলাই : ধুমধাম করে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন । চলছিল নাচ-গানও । সবই ঠিকঠাক চলছিল । তবে বিয়ে করা হল না । তার আগেই গ্রেপ্তার করা হল ওড়িশার এক যুবককে । তাঁর বাবা ও ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে । জেলা প্রশাসনের তরফে 50 হাজার টাকা জরিমানাও করা হয় ।

সুরক্ষাবিধি মানেননি কেউই । বরযাত্রী নিয়ে যাওয়ার সময় মানা হয়নি সামাজিক দূরত্ববিধিও । তাই গঞ্জম জেলার বারহামপুরে গ্রেপ্তার করা হল পাঁচজনকে । বর ও কনের দুই পরিবারের সদস্যদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।

গঞ্জম জেলা কোরোনা সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত । সেখানে লকডাউনের নিয়মবিধি আরও কঠোর । গঞ্জমের কালেক্টর বলেন, "বিয়ের জন্য রাজ্যের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে এখানে তা মানা হয়নি । অভিযুক্তদের বিরুদ্ধে লকডাউন বিধি না মানার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে । আমাদের আনন্দ যেন অন্যের জীবন নষ্ট না করে ।

বারহামপুরের পুলিশ সুপার পিনাক মিশ্র জানিয়েছেন, বরের বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে । বরযাত্রীর এই ভিডিয়ো প্রকাশ্যে আসে । যেখানে দেখা যায়, বর ও তাঁর পরিবারের সদস্যরা জমায়েত করে নাচগান করছেন । 50-এর বেশি সেখানে উপস্থিত রয়েছেন । কেউ মাস্ক পরেননি । সামাজিক দূরত্ব না মেনেই নাচ করছেন সবাই । জেলা প্রশাসনের তরফে উপস্থিত প্রত্যেককে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

ওড়িশা সরকারের নির্দেশিকা অনুযায়ী, সর্বোচ্চ 50-এর বেশি মানুষ একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবে । অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে মাস্ক পরতে হবে । মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি ।

বারহামপুরের ওই ঘটনার প্রেক্ষিতে টুইট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক । তিনি লেখেন, "COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে ওড়িশা একটি খুব গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে । রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চলা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ । নিয়মবিধি লঙ্ঘন করলে কঠিন পদক্ষেপ করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details