ঋষিকেশ, 11জুন : উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সৎপাল মহারাজের পরিবারের পাঁচ সদস্য কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তারা সকলেই ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন।
ঋষিকেশের AIIMS -র প্রধান ডঃ ইউ বি মিশ্র জানান, মন্ত্রীর দুই ছেলে, তাঁদের স্ত্রী এবং নাতিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। মন্ত্রীর এক ছেলে ও নাতির কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি তিনজনের রিপোর্ট পজিটিভ আসলেও তাঁরা সকলেই উপসর্গহীন। তাই তাঁদেরও ছুটি দেওয়া হয়েছে, আপাতত হোম কোয়ারানটিনেই থাকবেন তাঁরা। পাশাপাশি চিকিৎসকের একটি দল তাঁদের নিয়মিত পরীক্ষা করবেন এবং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন।