আগ্রায় রাস্তার ধারে শুয়ে থাকা 5 জনকে পিষে দিল ট্রাক - Uttar pradesh accident
death
09:38 July 08
আগ্রায় দুই নম্বর জাতীয় সড়কের ধারে ঘুমন্ত পাঁচজনকে পিষে দিল ট্রাক । দুর্ঘটনায় আহত 2 ।
আগ্রায়, 8 জুলাই : আগ্রায় দুই নম্বর জাতীয় সড়কের ধারে ঘুমন্ত পাঁচজনকে পিষে দিল ট্রাক । ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয় । দুর্ঘটনায় আহত 2 ।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে । গাড়িচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ।
Last Updated : Jul 8, 2020, 11:00 AM IST