পুণে, 1 মে : আজ সকালে মহারাষ্ট্রের চাকন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় চাকন থানার পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
মহারাষ্ট্রে বাইক-গাড়ির সংঘর্ষ, মৃত 5
মহারাষ্ট্রের শিল্পাঞ্চল চাকনে আজ সকালে ঘটে পথ দুর্ঘটনাটি ৷ দু'টি বাইক ও একটি গাড়ির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজন বাইক আরোহীর ৷
ছবিটি প্রতীকী
মহারাষ্ট্রের চাকন শিল্পাঞ্চল নামে পরিচিত ৷ সেই এলাকায় চাকন তালেগাঁও সড়কে আজ সকালে দু'টি বাইক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় পাঁচজনের ৷ মৃত পাঁচজনই বাইক আরোহী ছিল ৷ তবে গাড়ির চালকের কিছু হয়নি বলে স্থানীয় সূত্রে খবর ৷
মৃতদের নাম চন্দ্রশেখর সুরজ লালা বিশ্বকর্মা (38), সুনীল শর্মা (48), দীপনারায়ণ হরিবংশ বিশ্বকর্মা (24), সত্যবান পাণ্ডে (45), সঞ্জয় বিশ্বকর্মা (38) ৷