পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত বাংলার 5 শ্রমিক , জখম 1 - Kashmir news

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত পাঁচজন শ্রমিক ৷  ঘটনায় গুরুতর জখম আরও এক জন ৷ তাঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷

tt

By

Published : Oct 29, 2019, 10:12 PM IST

Updated : Oct 30, 2019, 1:23 AM IST

শ্রীনগর , 29 অক্টোবর : কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হলেন পাঁচ বাঙালি শ্রমিক ৷ আজ সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে তাঁদের মৃত্যু হয় ৷ তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷ জঙ্গি হামলায় জখম আরও একজন বাঙালি শ্রমিক ৷ কাশ্মীরের একটি স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷

নিহত শ্রমিকদের নাম শেখ নইমুদ্দিন , শেখ মুরশলিম, শেখ রফিকুল, শেখ রফিক এবং শেখ কামারুদ্দিন ৷ জখম শ্রমিকের নাম জহিরুদ্দিন সরকার ৷ তাঁর হাতে গুলি লাগে ৷

পুলিশ সূত্রে খবর , কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ আজ সন্ধ্যায় নিজেদের বাড়িতেই ছিলেন৷ জঙ্গিরা তাঁদের উপর হামলা করে ৷ তাঁদের বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে তারা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৷ কাজের সূত্রে কাশ্মীরে গেছিলেন তাঁরা ৷

ঘটনাস্থানে শুরু হয়েছে সেনা তল্লাশি ৷ ওই গ্রামে ও আশপাশের গ্রামগুলিতে জঙ্গিদের খোঁজে আধা-সেনা তল্লাশিও শুরু হয়েছে ৷

সম্প্রতি অ-কাশ্মীরি শ্রমিকদের নিশানা করছে জঙ্গিরা ৷ গতকাল অনন্তনাগে একজন ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আছেন সৌদি আরব সফরে ৷ কাশ্মীরের উপত্যকায় এই মুহূর্তে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ এই রকম পরিস্থিতিতে কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা ৷

Last Updated : Oct 30, 2019, 1:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details