পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদে প্রথম প্লাস্টিকমুক্ত জ়িরো ওয়েস্ট ইকো স্টোর

হায়দরাবাদের প্রথম জ়িরো ওয়েস্ট ইকো স্টোরের মালিক পঙ্কজ জানান, "পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে এটা আমার ছোট্ট প্রয়াস ৷ হায়দরাবাদে এই ধরনের দোকান এই প্রথম ৷ " তিনি আরও বলেন, "খুব শীঘ্রই আমরা অনলাইন স্টোর খুলব ৷ "

First Zero Waste Eco Store in Hyderabad
বর্জ্য শূন্য পরিবেশবান্ধব মুদি দোকান

By

Published : Feb 2, 2020, 1:23 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি : চেন্নাই, সিমলা এবং বেঙ্গালুরু থেকে অনুপ্রাণিত হয়ে হায়দরাবাদে প্লাস্টিক বর্জ্য শূন্য পরিবেশবান্ধব মুদি দোকান খুলেছেন পেশায় চাটার্ড অ্যাকাউনটেন্ট পঙ্কজ ৷ এটা হায়দরাবাদ শহরে প্রথম এই ধরনের দোকান ৷ প্লাস্টিকমুক্ত দেশ গড়তে তাঁর এই প্রয়াস দিশা দেখাচ্ছে দেশবাসীকে ৷

সেকেন্দরাবাদের গলিতে অবস্থিত পঙ্কজের এই জ়িরো ওয়েস্ট ইকো স্টোরে রয়েছে প্রায় 170 ধরনের সামগ্রী ৷ চাল, ডাল, মশলা, নুন, তেল থেকে শুরু করে রয়েছে বাড়িতে বানানো আচার, স্ন্যাক্স ৷ এ সব সাজানো রয়েছে কাচ, স্টিল বা অন্য ধাতুর তৈরি পাত্র, জার, বোতলে ৷

দানাশস্য়, খাদ্য সামগ্রী ছাড়াও এখানে পাওয়া যায় ভেষজ সাবান, স্যাম্পু, কাঠের এবং ধাতুর তৈরি বাসনপত্র, কাপড়ের তৈরি ব্যাগ ৷ দোকানে পা রাখলেই চোখে পড়বে দেওয়ালে লেখা প্লাস্টিক বিরোধী স্লোগান ৷ গ্রাহকদের প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়ার পাশাপাশি তাদের জৈব ও ভেষজ সামগ্রী ব্যবহারে অনুপ্রাণিত করেন পঙ্কজ ৷

হায়দরাবাদে প্রথম প্লাস্টিকমুক্ত জ়িরো ওয়েস্ট ইকো স্টোর

পঙ্কজ জানান, "পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে এটা আমার ছোট্ট প্রয়াস ৷ হায়দরাবাদে এই ধরনের দোকান এই প্রথম ৷ " তিনি আরও বলেন, "খুব শীঘ্রই আমরা অনলাইন স্টোর খুলব ৷ "

গণেশ, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র পঙ্কজের দোকানে কাপড়ের ব্যাগ সরবরাহ করেন ৷ পঙ্কজের এই প্রয়াস প্রসঙ্গে তাঁর বক্তব্য, " তিনি বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করেন যাঁরা প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা চালান ৷ "

ABOUT THE AUTHOR

...view details