পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রায় 6 টাকার মূল্যের মাদক উদ্ধার চেন্নাই এয়ার কাস্টমসের, রয়েছে LSD - শুল্ক বিভাগ

এই প্রথম নিষিদ্ধ LSD উদ্ধার করল চেন্নাই এয়ার কাস্টমস । ছাত্রছাত্রীরা এই বড়িগুলি ক্রমবর্ধমানভাবে ব্যবহার করছে । জানান চেন্নাইয়ের এয়ার কাস্টমসের এক কর্তা ।

LSD seized
LSD seized

By

Published : Jul 18, 2020, 3:13 AM IST

চেন্নাই, 17 জুলাই : প্রায় 6 লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করল চেন্নাই এয়ার কাস্টমস৷ নেদারল্যান্ডস থেকে দুটি পার্সেলে ওই মাদক আসে৷ শুল্ক বিভাগের বাজেয়াপ্ত করা মাদকের মধ্যে রয়েছে-131টি MDMA পিল, 14 গ্রাম MDMA ক্রিস্টালস৷ এবং 25টি LSD(লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড স্ট্যাম্প)৷ এখনও পর্যন্ত চেন্নাই শুল্কবিভাগের বাজেয়াপ্ত করা মাদকের মধ্যে এটাই সবথেকে জোরাল পিল৷ শহরের বিভিন্ন জনের নামে ওই পার্সেল আসে৷ যাদের নামে ওই পার্সেল আসে তাদের খোঁজ চলছে৷ ইতিমদ্যেই এই পাচারচক্রে তাদের কী ভূমিকা আছে জানতে দুজনকে আটক করা হয়েছে৷

এদিকে শুল্ক বিভাগের কর্তারা জানিয়েছেন, একটি পার্সেল থেকে DVD কভার উদ্ধার হয়েছে৷ DVD কভারের আড়ালে একটি প্লাস্টিকের থলি লোকানো ছিল। তাতে তিনটি জ়িপ লকে 25টি LSD স্ট্যাম্প ছিল । দ্বিতীয় পার্সেলটি থেকে গোলাপী রঙের 131টি এক্সট্যাসি বড়ি উদ্ধার হয় । যা ট্রাকের আকারের ও MDMA 297 মিলিগ্রাম ডোজ়ের DHL-LKW হিসেবে বেশি জনপ্রিয় । NDPS আইন, 1985-এর আওতায় মোট 6 লাখ টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে । নমুনাগুলি পরীক্ষাগারে পাঠানো হয়েছে ।

চেন্নাইয়ের এয়ার কাস্টমসের এক কর্তা জানান, ছাত্রছাত্রীরা এই বড়িগুলি ব্যবহার করছে । LSD সাধারণত বোতলজাতীয় স্ট্যাম্পে বিক্রি হয়, যা হ্যালুসিনেশন সৃষ্টি করে । এ'বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details