পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথমবার সঠিক পদক্ষেপ, কোরোনায় বরাদ্দ প্রকল্পকে সমর্থনে রাহুল - কেন্দ্রীয় প্রকল্প

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গরিব, ভিনরাজ্যের কর্মী ও যাদের সাহায্যের প্রয়োজন, তাদের জন্য 1 লাখ 70 হাজার কোটি টাকা বরাদ্দ করে অর্থমন্ত্রক । যাকে সমর্থন করেন রাহুল গান্ধি । এটি কেন্দ্রের সঠিক পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি ।

Rahul gandhi
রাহুল

By

Published : Mar 26, 2020, 7:20 PM IST

দিল্লি, 26 মার্চ : কোরোনা মোকাবিলায় অর্থমন্ত্রীর খাদ্য সুরক্ষাসহ একাধিক প্রকল্পকে সমর্থন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বললেন, প্রথমবার সঠিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ।

কোরোনার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে ৷ লকডাউনের ফলে আংশিকভাবে খাদ্য ও অর্থসংকটের মুখোমুখি হতে চলেছে দেশ ৷ এই পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও কোরোনার প্রভাবে কাজ চলে যাওয়া মানুষদের জন্য আজ 1 লাখ 70 হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আজ সেই প্রসঙ্গে রাহুল গান্ধি টুইট করে জানান, এটা সরকারের সঠিক পদক্ষেপ ।

আজ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গরিব, ভিনরাজ্যের কর্মী ও যাদের সাহায্যের প্রয়োজন, তাদের জন্য 1 লাখ 70 হাজার কোটি টাকা বরাদ্দ করে অর্থমন্ত্রক । কাউকে অভুক্ত না রাখার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানান নির্মলা সীতারমন । যারা এই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করছে, সেই সকল চিকিৎসক ও তাদের সহায়ক, প্রত্যেকের জন্য 50 লাখ টাকার বিমা করানো হবে বলেও ঘোষণা করেন তিনি ৷ পাশাপাশি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তিদের তিনমাসের জন্য বিনামূল্যে পাঁচ কেজি চাল ও আটা দেওয়ার কথাও জানান তিনি ৷ যারা ন্যাশনাল ফুড সিকিওরিটি অ্যাক্টের আওতায় পড়ে, তাদের অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে তিনমাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে । কৃষকদের জন্য তিনি ঘোষণা করেন, সরকারের তরফ থেকে প্রথম খাতে ছয় হাজার টাকা দেওয়া হবে ও যে সকল মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তারা আগামী তিন মাসে 500 টাকা করে ক্ষতিপূরণ পাবে ৷ এরফলে 20 কোটি মহিলা উপকৃত হবে ৷ অন্যদিকে তিন কোটি টাকা বিধবা, পেনশনভুক্ত ও প্রতিবন্ধীদের এককালীন 1000 টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে ৷ এই বিষয়টি ঘোষণা করার পরই এমন মন্তব্য করেন রাহুল ।

এদিকে, আজই কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কোরোনা মোকাবিলায় যাবতীয় সাহায্যের কথা জানান । চিঠিতে তিনি লেখেন, কংগ্রেসের সভানেত্রী হয়ে জানাচ্ছি, কোরোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের করা যেকোনও পদক্ষেপকে আমরা সমর্থন করব ও সংযুক্তভাবে কাজ করব ।

ABOUT THE AUTHOR

...view details