দিল্লি, 10 জানুয়ারি : বিশেষজ্ঞরা জানিয়েছেন, 2021 সালের প্রথম সূর্যগ্রহণ হবে 10 জুন । এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে উত্তর দিকে । দেশে এই গ্রহণ অরুণাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের মাত্র কয়েকটি জায়গা থেকে কিছুক্ষণের জন্য দেখা যাবে ।
গ্রহণের বেশি প্রভাব পড়বে যাদের উপর, সেই অ্যামেরিকা, ইউরোপ, এশিয়া, গ্রিনল্যান্ড, রাশিয়া এবং কানাডা বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারবে ।
দিল্লি নিবাসী জ্যোতিষী পঙ্কজ খান্নার মতে, 10 জুনের সূর্যগ্রহণ অর্থনীতিকে ঝিমিয়ে দেবে । তিনি আরও বলেন, এই গ্রহণের প্রভাব থাকবে দেড় বছর । 2022 সালের অগাস্ট পর্যন্ত । তারপর থেকে গ্রহণের কুপ্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে । এটা বজায় থাকবে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ।
পঙ্কজ খান্না বলেন, “গ্রহণের তুঙ্গ মূহূর্তে শনি থাকবে মকর রাশিতে, যার জন্য অর্থনীতিতে মন্দা আসবে । শনি শক্তিশালী হয়ে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবনে সাহায্য করবে । সূর্য দুর্বল হয়ে পড়বে যার জেরে ক্ষমতাসীন সরকার ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অস্বস্তি ও অস্থিরতার মধ্যে দিয়ে যাবেন ।”
সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে । সূর্যগ্রহণ হয় অমাবস্যার সময় যখন চাঁদ সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখান দিয়ে চলে যাওয়ার সময় তার ছায়া ফেলে ।
কখনও কখনও চাঁদ সূর্যের আলোর শুধু কিছুটা অংশকে ঢেকে দেয়। একে আংশিক সূর্যগ্রহণ বলে। অন্য সময় চাঁদ পুরো সূর্যের আলোটা ঢেকে দেয়। একে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।