পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা প্যানডেমিকের জন্য স্থগিত 2021 সালের আদমশুমারির প্রথম পর্যায় - কোরোনাভাইরাস খবর

প্যানডেমিকের জন্য আপাতত এই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে ৷ কখন হবে সে সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে এটি এই বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।

Census 2021
আদমশুমারি স্থগিত

By

Published : Sep 16, 2020, 7:31 PM IST

দিল্লি , 16 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে আপাতত বন্ধ রাখা হল আদমশুমারি 2021-এর প্রথম পর্যায় ৷ চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এটি হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতে তা আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ আজ সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

পঞ্জাবের কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়ার আদমশুমারি নিয়ে করা প্রশ্নের উত্তরে সরকার বলেছে , প্যানডেমিকের জন্য আপাতত এই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে ৷ কখন হবে সে সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে এটি এই বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।

বিশ্বের বৃহত্তম প্রশাসনিক ও পরিসংখ্যান অনুশীলনগুলির মধ্যে অন্যতম একটি ভারতে আদমশুমারিটি দশ বছরে একবার করে পরিচালিত হয় এবং সাধারণত দেশের প্রতিটি কোণায় আদমশুমারির ক্ষেত্রে প্রায় 30 লাখ কর্মকর্তা জড়িত ।


আর যাঁরা এই গণনার কাজে যুক্ত কোরোনা পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যের উপর যে ঝুঁকি আছে , সেটাকে কখনওই ভুলে যাওয়া যায় না ৷ এক বছর দেরি হয়ে গেল কোনও ক্ষতি হবে না ৷ সরকারি তরফে এমনটাই জানানো হয়েছে ৷

মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের নির্দেশের পরেই আপাতত স্থগিত হয়ে যায় আদমশুমারির প্রথম পর্যায় ৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম পিছিয়ে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details