পশ্চিমবঙ্গ

west bengal

চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2

চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2 । আজ এই ছবি প্রকাশ করেছে ISRO । একটি টুইটে ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 কিমি উঁচু থেকে এই ছবি তুলেছে চন্দ্রযান 2 ।

By

Published : Aug 22, 2019, 7:53 PM IST

Published : Aug 22, 2019, 7:53 PM IST

Updated : Aug 23, 2019, 2:00 AM IST

চন্দ্রযান 2-র পাঠানো ছবি, ছবি সৌজন্য : ISRO

দিল্লি, 22 অগাস্ট : চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান 2 । আজ এই ছবি প্রকাশ করেছে ISRO । একটি টুইটে ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 কিমি উঁচু থেকে এই ছবি তুলেছে চন্দ্রযান 2 ।

ISRO জানিয়েছে, ছবিতে চাঁদের মেরি ওরিয়েন্টাল বেসিন এবং অ্যাপোলো খাঁজ চিহ্নিত করা যাচ্ছে ।

মঙ্গলবার সকাল 9টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান 2 । আগামী 7 সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ।

Last Updated : Aug 23, 2019, 2:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details