পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সেকেন্ড ইনিংসের সূচনা, বিকেলে বৈঠকে বসছে মোদির নতুন মন্ত্রিসভা - nda

শপথ গ্রহণের 24 ঘণ্টার মধ্যে বৈঠক বসছে নতুন মন্ত্রিসভা ।

ফাইল ফোটো

By

Published : May 31, 2019, 10:05 AM IST

Updated : May 31, 2019, 12:50 PM IST

দিল্লি, 31 মে : রাইসিনা হিলসে গত সন্ধ্যায় শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শপথ নিয়েছেন 58 জন মন্ত্রী । শপথ নেওয়ার 24 ঘণ্টার মধ্যে আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা ।

লোকসভা নির্বাচনে সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে সরকার গড়ার ডাক পেয়েছে NDA জোট । তবে প্রথমবারের থেকে এবার শপথগ্রহণ ছিল আরও বেশি জাঁকজমকপূর্ণ । আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দেশের প্রত্যেকটি বিরোধীদলের নেত-নেত্রীরা । আমন্ত্রিত ছিলেন বিদেশি অতিথিরাও । শপথগ্রহণ শেষে মন্ত্রিসভা গঠন । প্রত্যাশা মতো ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রবিশংকর প্রসাদ, স্মৃতি ইরানিরা ।

নতুনদের মধ্যে রয়েছেন মোদির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ । শপথের 24 ঘণ্টাও পেরোয়নি, আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা । নরেন্দ্র দামোদর দাস মোদির নেতৃত্বে NDA-2 র মন্ত্রিসভার বৈঠক থেকেই হয়ত বেরিয়ে আসবে আগামীদিনে সরকারের নীতি ও কৌশল ।

Last Updated : May 31, 2019, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details