পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী

2000 সালের নভেম্বরে নবগঠিত রাজ্য ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অজিত যোগী ।

ছবি
ছবি

By

Published : May 29, 2020, 3:50 PM IST

Updated : May 29, 2020, 5:01 PM IST

রায়পুর, 29 মে : প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্য়মন্ত্রী অজিত যোগী । তাঁর বয়স হয়েছিল 74 বছর । 9 মে গুরুতর অসুস্থতা নিয়ে রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । আজ বিকেলে মৃত্যু হয় তাঁর।

9 মে বাড়িতে থাকাকালীন তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় । তড়িঘড়ি রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি । ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি থাকে । এর মাঝেই বুধবার রাতে তাঁর আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় । এরপর তাঁকে অডিয়ো থেরাপিও দেওয়া হয়েছিল । হাসপাতালে সর্বদা তাঁর পাশে ছিলেন ছেলে অমিত যোগী ও স্ত্রী রেণু যোগী । চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন । কিন্তু শেষমেশ আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর।

1946 সালের 29 এপ্রিল বিলাসপুরে জন্মগ্রহণ করেন অজিত যোগী । 1968 সালে ভোপালের মৌলানা আজাদ কলেজ অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্বর্ণপদক পেয়ে পাশ করেন । 1974 সালে IPS ও IAS-এ পরীক্ষায় পাশ করেন তিনি । পাশাপাশি B.E, LLB, MII-এরও ডিগ্রি ছিল তাঁর । তারপর থেকে 1986 সাল পর্যন্ত অবিভক্ত মধ্যপ্রদেশের সীধী সহডোল, রায়পুর ও ইন্দোরে প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন । তার মাঝেই 1975 সালের 8 অক্টোবর বিয়ে করেন তিনি । এরপর 1986 সালে কংগ্রেসের SC, ST ওয়েলফেয়ারের সদস্য হন । সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনৈতিক যাত্রা ।

1987 সালে তৎকালীন মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে । পাশাপাশি রাজ্যে SC, ST আয়োগের অধ্যক্ষ হিসেবেও নির্বাচিত হন তিনি । 1989 সালে মনিপুর নির্বাচনের জন্য কংগ্রেস তাঁকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেন । 1995 সালে সিকিম বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন তিনি । দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচনী সদস্য ছিলেন তিনি । এরপর 1997-1999 সাল পর্যন্ত AICC ও কংগ্রেস সংসদীয় দলের মুখপাত্র ছিলেন তিনি । ছত্তিশগড়কে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে 1999 সালে দান্তেওয়ারার মহামায়া মন্দির ও অম্বিকাপুর মহামায়া মন্দিরের উদ্দেশে একটি মিছিল হয় । যার নেতৃত্ব দিয়েছিলেন তিনি । 2000 সালের 9 নভেম্বর নতুন রাজ্য হিসেবে ছত্রিশগড়ের আত্মপ্রকাশ ঘটে । ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী হন অজিত যোগী ।

2004-2008 সাল পর্যন্ত ছত্তিশগড়ের মাহাসামুন্দ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন । 2008 সালে ছত্তিশগড়ের মারওয়াহি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন । 2016 সালে ছত্তিশগড়ে অন্তাগড়ে উপ-নির্বাচনের সময় অজিত যোগী ও তাঁর ছেলে অমিত যোগীকে দলবিরোধীর কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করা হয় ।

অজিত যোগীর ছেলের নাম অমিত ও মেয়ের নাম অনুষা । বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির সহপাঠী ছিলেন তিনি। 2004 সালে এক পথ দুর্ঘটনায় দুটি পা বাদ যায় তাঁর ।

Last Updated : May 29, 2020, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details