পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত প্রথম ভারতীয়র সন্ধান মিলল কেরালায় - ইউহান বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক পড়ুয়া

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউহান বিশ্ববিদ্যালয়ে পাঠরত কেরালার এক পড়ুয়ার দেহে নভেল কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে৷ আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রোগীর অবস্থা স্থিতিশীল৷ তাকে পর্যবেক্ষণে নজর রাখা হয়েছে৷

First case of corona in India
কেরলে মিলল প্রথম কোরোনা আক্রান্ত ভারতীয়র সন্ধান

By

Published : Jan 30, 2020, 5:19 PM IST

Updated : Jan 30, 2020, 5:59 PM IST

কেরালা, 30 জানুয়ারি : দেশের প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলল কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। কেরালায় ফেরার পর মেডিকেলের ওই ছাত্রীর গলায় প্রথমে ইনফেক্শন ধরা পড়ে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। আপাতত সে স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বজুড়ে কোরোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাদ নেই ভারতও। কেরালায় ৮০০-র বেশি মানুষকে তাঁদের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে কেরালার বাসিন্দা তথা ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার দেহে প্রথম কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানান, ২০টি নমুনার মধ্যে একটির রেজ়াল্ট পজ়িটিভ এসেছে। ইউহান থেকে আসা ওই পড়ুয়ার থ্রিশুরের হাসপাতালে চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে চিন থেকে আসা সকলকে স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট করার আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যেই 1 জানুয়ারির থেকে চিন ফেরত যাত্রীদের সর্দি-জ্বর বা শ্বাসকষ্ট হলে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যেতে অনুরোধ করা হয়েছে৷ কোরোনার জেরে চিনে প্রায় 300 জন ভারতীয় আটকে রয়েছেন৷ তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের পক্ষ থেকে চিনের সঙ্গে আলোচনা চলছে।

কোরোনা ভাইরাস : দেশের 21 বিমানবন্দরে শুরু স্ক্রিনিং

Last Updated : Jan 30, 2020, 5:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details