পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনুক হেলিকপ্টার পেল ভারতের বায়ুসেনা - Helicopter

ভারতীয় বায়ুসেনার কয়েকটি চিনুক মিলিটারি হেলিকপ্টার পৌঁছাল ভারতে

চিনুক হেলিকপ্টার

By

Published : Feb 11, 2019, 12:01 AM IST

দিল্লি, ১০ ফেব্রুয়ারি : ভারতে এল CH47F (I) চিনুক মিলিটারি হেলিকপ্টারের প্রথম কনসাইনমেন্ট। গুজরাটে ভারতীয় বায়ুসেনার মুন্দ্রা বন্দরে হেলিকপ্টারগুলি আনা হয়েছে। পরে সেগুলি চণ্ডীগড়ে পাঠানো হবে। চিনুকের অ্যামেরিকান কম্পানির তরফ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

চিনুক হেলিকপ্টারের একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এটি ভার্টিকাল লিফট প্লাটফর্ম হেলিকপ্টার। জওয়ানদের পাশাপাশি কামান, অন্যান্য সরঞ্জাম ও জ্বালানি নিয়ে যাওয়ার জন্য চিনুক অত্যন্ত কার্যকরী। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণসামগ্রী পৌঁছে দিতেও এই হেলিকপ্টার ব্যবহার করা হয়।

চিনুকের কম্পানির তরফে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনা আপাতত ১৫টি চিনুক হেলিকপ্টারের বরাত দিয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ১৫টি চিনুক ও ২২টি অ্যাপাচে হেলিকপ্টারের বরাত দিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details