হায়দরাবাদ, 4 জানুয়ারি : দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে তেলাঙ্গানায় একটি রাজধানী এক্সপ্রেসে আগুন লেগে যায় । বিকারাবাদ জেলার নওয়ান্দগি স্টেশনে ট্রেনটিকে থামানো হয় । প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে । তবে ট্রেনের সকল যাত্রী নিরাপদ আছেন ।
রাত তখন প্রায় 9 টা । বেঙ্গালুরুগামী রাজধানী এক্সপ্রেসটির চালক ধোঁয়া লক্ষ্য করেন । কী হয়েছে দেখার জন্য নওয়ান্দগি স্টেশনে ট্রেনটিকে থামান তিনি । দেখেন, ইঞ্জিনের একটি অংশে আগুন লেগেছে । আগুন খুব বেশি ভয়াবহ আকার নেওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হয় । সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন দুর্ঘটনাস্থানে আসে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ।