দিল্লি, 9 জানুয়ারি : কয়েকঘণ্টার মধ্যে ফের আগুন দিল্লিতে । পটপরগঞ্জের পর এবার দিল্লির ESIC হাসপাতাল । হাসপাতালের কোন তলায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ।
আজ ভোর রাতে দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । মৃত্য়ু হয়েছে একজনের । এই নিয়ে গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকবার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷