চিত্তুর(অন্ধ্রপ্রদেশ), 14 সেপ্টেম্বর : চিত্তুরে গাড়িতে আগুন লেগে মৃত্যু হল পাঁচজনের ৷ গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
অন্ধ্রপ্রদেশের চিত্তুরে গাড়িতে আগুন, মৃত 5 - Car caught fire
অন্ধ্রপ্রদেশের চিত্তুরে গাড়িতে আগুন ধরে যায় ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷
আগুন
আজ সকালে চিত্তুরের মামাডুগুর কাছে একটি চলন্ত গাড়িতে আগুন লাগে ৷ দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল ৷ একজন গাড়ি থেকে বেরোতে পারলেও পাঁচজনের মৃত্যু হয় ৷ তাঁর শরীরের কিছু অংশ পুড়ে গেছে ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, গাড়িটি বেঙ্গালুরু থেকে পালামানেরুতে যাচ্ছিল ৷ সেই সময় আগুন ধরে যায় ৷ কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি
Last Updated : Sep 14, 2019, 2:31 PM IST