পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির পটপরগঞ্জে আগুন, মৃত 1 - Fire in Delhi's Patpargunj

আজ সকালে দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলে একটি কাগজের কারখানায় আগুন লাগে । ঘটনায় জখম বহু ।

fire
দিল্লিতে আগুন

By

Published : Jan 9, 2020, 7:47 AM IST

Updated : Jan 9, 2020, 12:44 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । মৃত এক । ঘটনাস্থানে দমকলের 35টি ইঞ্জিন ।

আজ ভোর রাতে পটপরগঞ্জের একটি কাগজ ছাপানোর কারখানায় আগুন লাগে । রাতেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 32টি ইঞ্জিন । কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে, বহুতলটিতে দাহ্যবস্তু থাকার কারণে আগুন নেভার পরও ধোঁয়ার তীব্রতা এতটাই ছিল যে দমকলকে বেশ সমস্যায় পড়তে হয় ৷

আজ সকালের দিকে ধোঁয়া কম থাকায় বহুতলের ভিতর থেকে একজনকে উদ্ধার করা হয় । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পটপরগঞ্জের কাগজের কারখানায় আগুন, দেখুন ভিডিয়ো...

এই নিয়ে গত ডিসেম্বর থেকে বেশ কয়েকবার দিল্লির জনবহুল এলাকায় আগুন লাগল । এর আগে 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগে । মৃত্যু হয় 43 জনের ৷ 23 ডিসেম্বর দিল্লির কিরারি এলাকার একটি বহুতলে আগুন লাগে, মৃত্যু হয় 9 জনের । 24 ডিসেম্বর ফের একটি জুতোর কারখানায় আগুন লাগে । এসবের রেশ কাটতে না কাটতেই আজ ফের আগুন ।

30 দিনের মধ্যে এতবার আগুন লাগার ঘটনা এবং এত প্রাণহানির ফলে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

Last Updated : Jan 9, 2020, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details