পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গভীর রাতে ভয়াবহ আগুন দিল্লির বস্তিতে - বস্তিতে আগুন

দিল্লির তুঘলকাবাদের বাল্মিকী বস্তিতে আগুন ৷ দমকলের 20 টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ যদিও হতাহতের কোনও খবর নেই ৷ তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷

Massive fire
Massive fire

By

Published : Jun 3, 2020, 8:50 AM IST

Updated : Jun 3, 2020, 10:32 AM IST

দিল্লি, 3 জুন : মাঝ রাত । গভীর ঘুমে আচ্ছন্ন সকলে । ঠিক তখনই আগুন লাগে দিল্লির তুঘলকাবাদের বাল্মিকী বস্তিতে । নিমেষে গোটা বস্তি গ্রাস করে নেয় বিধ্বংসী আগুন । দমকলের 20 টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

জ্বলল দিল্লির বস্তি

ডিভিশনাল ফায়ার অফিসার এস কে দুয়া জানান, রাত 1টা 31 মিনিটে একটি ফোন আসে । খবর পান, আগুন লেগেছে তুঘলকাবাদের বাল্মিকী বস্তিতে । আগুন নেভাতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে যায় 20টি ইঞ্জিন । অত্যন্ত তৎপরতার সঙ্গে বস্তিবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ ও দমকল । ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি ।

এস কে দুয়া বলেন, "ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । শীতলকরণের কাজ চলছে, হতাহতের কোনও খবর নেই ।"

Last Updated : Jun 3, 2020, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details