দিল্লি, 11 জানুয়ারি : দিল্লিতে মায়াপুরি ফেজ়-2 এলাকায় জুতোর কারখানায় আগুন । দমকলের 20 টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন প্রায় 90 জন দমকল কর্মী ।
দিল্লিতে জুতো কারখানায় আগুন - Fire breaks out in Delhi
দিল্লির মায়াপুরিতে জুতোর কারখানায় আগুন । আগুন নেভাতে দমকলের 20 টি ইঞ্জিন যায় । আনাজ মান্ডির অগ্নিকাণ্ডের ক্ষত এখনও পুরোপুরি ভুলতে পারেনি দিল্লির মানুষ । আজ ফের সেই আগুনের ভয়াবহতাকে মনে করিয়ে দিল মায়াপুরিতে জুতোর কারখানায় আগুন ।
![দিল্লিতে জুতো কারখানায় আগুন Delhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5677015-thumbnail-3x2-fire.jpg)
জুতোর কারখানায় আগুন
বিকেল প্রায় পাঁচটা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল । কারখানাটি জনবহুল এলাকায় হওয়ায় শুরুতে আগুন নেভানোর কাজে সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের । তবে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।
আনাজ মান্ডিতে আগুন লাগার প্রায় এক মাসের মাথায় ফের আজ আগুন লাগল দিল্লির মায়াপুরিতে । আনাজ মান্ডির সেই আগুন লাগার ঘটনায় মারা যান 43 জন । আহত হয়েছিলেন আরও 16 জন । আজ দিল্লির জুতোর কারখানায় এই আগুন ফের মনে করিয়ে দিচ্ছে আনাজ মান্ডির সেই ভয়াবহতার কথা ।
Last Updated : Jan 11, 2020, 9:24 PM IST