সুরাত , 24 সেপ্টেম্বর : গুজরাতের সুরাতে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ONGC ) প্ল্যান্টে আগুন ৷ আজ ভোরে আগুন লাগে ৷ ঘটনাস্থানে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তিনজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷
সুরাতে ONGC প্ল্যান্টে আগুন - Fire breaks out at ONGC plant
ONGC-র তরফে জানানো হয়েছে , প্ল্যান্টে একাধিক বিস্ফোরণ হয় ৷ যার ফলে এই আগুন লাগে ৷
ONGC প্ল্যান্টে আগুন
ONGC-র তরফে জানানো হয়েছে , প্ল্যান্টে একাধিক বিস্ফোরণ হয় ৷ যার ফলে এই আগুন লাগে ৷ সূত্রের খবর, ভোর 3টে 15 নাগাদ তিনটি বিস্ফোরণ হয় ৷ তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি ৷
পরে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
Last Updated : Sep 24, 2020, 8:03 AM IST