দিল্লি, 1 জুন : মধ্য দিল্লিতে নির্মাণ ভবনের পাঁচ তলায় আজ সকালে আগুন লাগে । তবে, হতাহতের কোনও খবর নেই বলেই জানানো হয় দিল্লি দমকল বিভাগের তরফে ।
দিল্লির নির্মাণ ভবনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে - নির্মাণ ভবনে আগুন
মধ্য দিল্লির নির্মাণ ভবনে আজ আগুন লাগে । তবে হতাহতের কোনও খবর নেই । 15 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা ।
দমকল
দমকলবাহিনীর তরফে বলা হয়, সকাল ন'টা নাগাদ নির্মাণ ভবন থেকে ফোন করে জানানো হয় যে, ভবনের পাঁচ তলায় আগুনের ফুলকি দেখা গিয়েছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পাঁচটি দমকল ইঞ্জিন পাঠানো হয় ।
15 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা । DFS-র এক আধিকারিক বলেন, ভবনের পাঁচ তলার একটি ঘরে প্রিন্টারে আগুন লেগেছিল । সেখান থেকে আগুন ছড়াতে শুরু করে । তবে, তা খুব শীঘ্রই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ।