দিল্লির পরিবহন দপ্তরে আগুন - fire
09:45 January 20
সকাল 9টা নাগাদ দিল্লির পরিবহন দপ্তরে আগুন লাগে । পরে 8 টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
দিল্লি, 20 জানুয়ারি : দিল্লির পরিবহন দপ্তরে আগুন । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
সকাল 9টা নাগাদ আগুন লাগে পরিবহন দপ্তরে । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা । কিন্তু তা নিয়ন্ত্রণে আসেনি । খবর দেওয়া হয় দমকলে । পরে 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও কী কারণে আগুন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি ।
উল্লেখ্য, 8 ডিসেম্বর উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে আগুন লাগে । ঘটনায় 43 জনের মৃত্যু হয়েছিল ।