পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের দিল্লির একই বিল্ডিংয়ে আগুন - ফের দিল্লির একই বিল্ডিংয়ে আগুন

উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানা। গতকাল ভোরে এখানেই আগুন লাগে ৷ আজ ফের আগুন লাগার খবর পাওয়া যায় । ধোঁয়া বের হতে শুরু করে বিল্ডিং থেকে । দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

fire
ছবি

By

Published : Dec 9, 2019, 8:58 AM IST

দিল্লি, 9 ডিসেম্বর : ফের আগুন লাগল উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় । তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি । ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে ।

গতকাল ভোরে এখানেই আগুন লাগে ৷ মোট 43 জনের মৃত্যু হয় ৷ দমকলের 30 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ 59 জনকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

দমকল সূত্রে খবর , 600 স্কয়্যার ফিটের প্লটের ভিতরে স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷ ভোরে সেখানেই আগুন লাগে । শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন শ্রমিকরা ৷ প্রাথমিক অনুমান সেখানে থেকেই আগুন লেগেছিল । তবে শর্টসার্কিটকেও আগুন লাগার কারণ হিসেবে জানানো হয়েছিল ।

আজ সেই একই জায়গা থেকেই আগুন লাগার খবর পাওয়া যায় । ধোঁয়া বের হতে শুরু করে বিল্ডিং থেকে । দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

ABOUT THE AUTHOR

...view details