মুম্বই, 25 অক্টোবর : লাগাতার দু’দিনেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে, প্রায় 56 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল মুম্বইয়ের সিটি সেন্টারের আগুন ৷ দমকলের লাগাতার চেষ্টায় রবিবার ভোরে এই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷ সাম্প্রতিক সময়ের মধ্যে এটি মুম্বইয়ে দীর্ঘ সময় ধরে আগুনের সঙ্গে লড়াই বলে জানাচ্ছেন দমকলের আধিকারিকরা ৷ বৃহস্পতিবার রাত 8টা 50 মিনিটে সেন্ট্রাল মুম্বইয়ের সিটি সেন্টার মলে আগুন লাগে ৷
56 ঘণ্টা পর নিয়ন্ত্রণে মুম্বইয়ের শপিং মলের আগুন
শপিং মলের এই আগুন লেভেল 5-এর ছিল ৷ রবিবার ভোর 5টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ 14টির মতো দমকলের ইঞ্জিন ও 17 টি জাম্বো ট্য়াঙ্কার আনতে হয় আগুন নিয়ন্ত্রণের জন্য় ৷ এই ঘটনায় শপিং মলের ভেতর আটক পড়া কর্মচারী ও ক্রেতাদের উদ্ধার করতে পাঁচ সদস্য়ের একটি দলকে কাজে লাগানো হয় ৷
বেসমেন্ট সহ আরও তিনটি ফ্লোর নিয়ে মুম্বইয়ের এই সিটি মল তৈরি করা হয়েছে ৷ তারই তৃতীয় তলায় অর্থাৎ, সেকেন্ড ফ্লোরে বৃহস্পতিবার রাতে আগুন লাগে ৷ দমকলের তরফে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হলেও অসংখ্য় দোকান থাকায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে শুরু করে ৷ দমকলের তরফে জানানো হয়েছে, এই আগুনটি লেভেল 5-এর ছিল ৷ রবিবার ভোর 5টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ 14টির মতো দমকলের ইঞ্জিন ও 17 টি জাম্বো ট্য়াঙ্কার আনতে হয় আগুন নিয়ন্ত্রণের জন্য় ৷ এই ঘটনায় শপিং মলের ভেতর আটক পড়া কর্মচারী ও ক্রেতাদের উদ্ধার করতে পাঁচ সদস্য়ের একটি দলকে কাজে লাগানো হয় ৷ যার নেতৃত্বে ছিলেন একজন ডেপুটি ফায়ার অফিসার ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ যাঁরা ধোঁয়ার কারমে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁদের সবাইকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
প্রাথমিকভাবে আগুন লেভেল ওয়ানের হলেও, পরবর্তী সময়ে মলের অন্য়ান্য় অংশেও ছড়িয়ে পড়ে ৷ যার জেরে সেটি লেভেল ফাইভের আকার নেয় বলে দমকলের তরফে জানানো হয়েছে ৷ নিরাপত্তার কারণে, আশপাশের বহুতলগুলি থেকে অন্তত 3500 জনকে নিরাপদ স্থানে সরাতে হয়েছিল ৷ তাঁদের আবারও ফেরানোর কাজ শুরু হয়েছে ৷ আগুন নিভে গেলেও শপিং মলে কুলিংয়ের কাজ শুরু করেছে দমকল ৷ তবে, কী কারণে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা ৷ শেষবার অক্টোবরের শুরুতেই দক্ষিণ মুম্বইয়ে একটি বাজারে এমন বড় আগুন লেগেছিল ৷ তা নিয়ন্ত্রণে আনতে 45 ঘণ্টা সময় লেগেছিল দমকলের ৷