পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভীমসেনা প্রধান চন্দ্রশেখর আজ়াদের বিরুদ্ধে FIR

হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন ভীমসেনা প্রধান চন্দ্রশেখর আজ়াদ । IPC- র 144 এবং 188 ধারা উপেক্ষা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয় ।

Fir against Bheem Army Chief Chandra Sekhar Azad
Fir against Bheem Army Chief Chandra Sekhar Azad

By

Published : Oct 5, 2020, 1:33 PM IST

হাথরস, 5 অক্টোবর : ভীমসেনা প্রধান চন্দ্রশেখর আজ়াদসহ 400 জনের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগে FIR দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ । ভারতীয় দণ্ডবিধির 144 এবং 188 ধারা উপেক্ষা করায় আজ়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ও তাঁর দলের নেতা, কর্মীরা ।

সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে হাথরসের ঘটনার তদন্ত হোক, গতকাল দাবি করেন আজ়াদ । পাশাপাশি নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবিও তোলেন ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, " CBI তদন্ত সময়সাপেক্ষ এবং এতে বিচার পেতে দেরি হবে । এই সরকারের কাছে CBI তদন্তের অর্থ বিরোধীদের কণ্ঠ রোধ করা, ভয়ের পরিবেশ তৈরি করা ।" তিনি আরও বলেন, "নির্যাতিতার পরিবারের সদস্যদের Y ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া উচিত । গ্রামের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । যদি রাজ্য তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, তাহলে তাঁদের গ্রাম থেকে বের করে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখা ছাড়া আর কোনও উপায় নেই । "

ABOUT THE AUTHOR

...view details