পুনে, 8 জুলাই : নিরামিষের বদলে আমিষ । জ়োম্যাটোকে 55 হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পুনের ক্রেতা সুরক্ষা আদালত । সেই সঙ্গে সংশ্লিষ্ট হোটেলকেও জরিমানা করেছে আদালত ।
আগামী 45 দিনের মধ্যেই জ়োম্যাটোকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত । জরিমানা দিতে হবে আইনজীবী শানমুখ দেশমুখকে । পেশায় আইনজীবী দেশমুখ জ়োম্যাটোতে অর্ডার দিয়েছিলেন পনির বাটার মশলা । পরিবর্তে তিনি পেয়েছন বাটার চিকেন । যেহেতু দুটো খাবারই একইরকম দেখতে, তাই তিনি সেটা বুঝতে না পেরে খেয়ে ফেলেন ।