দিল্লি, 14 সেপ্টেম্বর : আবাসন শিল্পে জোর দিতে 10 হাজার কোটি টাকার বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার । সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প বাস্তবায়িত করতে 10 হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । মধ্যবর্তী ও স্বল্প আয়ের মানুষের জন্য অল্প খরচে বাড়ি তৈরির প্রকল্প খাতে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।
গরিবের বাড়ি তৈরিতে 10 হাজার কোটির বিনিয়োগ করবে কেন্দ্র : অর্থমন্ত্রী
সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প বাস্তবায়িত করতে 10 হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
অর্থমন্ত্রী জানান, যে সমস্ত আবাসন প্রকল্পগুলি দেউলিয়া অবস্থায় রয়েছে অথবা সেগুলি নন-পারফরমিং অ্যাসেটে পরিণত হয়েছে, সেই সব ক্ষেত্রে এই তহবিলের সুবিধা পাওয়া যাবে । অর্থমন্ত্রী বলেন, "দেশে সাশ্রয়ী ঘর তৈরির প্রকল্পে অতিরিক্ত বাণিজ্যিক ঋণের নীতি আরও সহজ করা হবে । এই প্রকল্পগুলিতে LIC, NIIF-ও বিনিয়োগ করবে ।"
দেশজুড়ে আর্থিক মন্দা নিয়ে উদ্বেগের মাঝে আজ সাংবাদিক বৈঠক ডাকেন অর্থমন্ত্রী । সেখানেই এই ঘোষণা করেন । এছাড়াও বৈঠকে রপ্তানি ক্ষেত্রে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি । পাশপাশি কর ব্যবস্থার সংস্কারের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী ।