পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পেনশন হ্রাস বা বন্ধের চিন্তাভাবনা নেই, সাফ জানাল অর্থমন্ত্রক

শোনা গেছিল, COVID-19 এবং তার উদ্ভূত পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন থেকে 20 শতাংশ কেটে নেওয়া হবে । আবার অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছিল সরকার নাকি পেনশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । লকডাউনের মধ্যে এমন খবরে কেন্দ্র সরকারের পেনশনভোগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল ।

Finance Ministry
Finance Ministry

By

Published : Apr 19, 2020, 4:54 PM IST

দিল্লি, 19 এপ্রিল: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কাটা অথবা বন্ধ নিয়ে যে রব উঠেছিল তা পুরোপুরি নস্যাৎ করল অর্থমন্ত্রক । রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক সাফ জানিয়ে দিল, সরকারি কর্মচারীদের অবসরকালীন ভাতা বা পেনশন কেটে নেওয়া অথবা বন্ধ করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । পুরোটাই গুজব ।

শোনা গেছিল, COVID-19 এবং তার উদ্ভূত পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন থেকে 20 শতাংশ কেটে নেওয়া হবে । আবার অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছিল সরকার নাকি পেনশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । লকডাউনের মধ্যে এমন খবরে কেন্দ্র সরকারের পেনশনভোগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল । রবিবার অর্থমন্ত্রক বিষয়টি ভুয়ো বলে উড়িয়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তারা ।

এই নিয়ে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, "COVID-19 প্যানডেমিক এবং এর থেকে পরবর্তীকালের অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুজব ছড়িয়েছে যে সরকার পেনশন হ্রাস বা বন্ধের চিন্তাভাবনা করছে । বিষয়টি পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ (DoPPW) –এর নজরে এসেছে । এই গুজব পেনশনভোগীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এর আগেও বলা হয়েছে এবং আবারও বলা হচ্ছে যে পেনশন হ্রাস বা বন্ধ করার মতো চিন্তাভাবনা সরকারের নেই । বরং সরকার পেনশনভোগীদের কল্যাণে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ।" এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের 65.26 লাখ পেনশনভোগী রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details