পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অর্থনীতিকে টেনে তুলতে ব্যবস্থা নাকি জনমোহিনী, কোন পথে নির্মলা ? - Nirmala Sitharaman

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকতে পারে স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা ক্ষেত্রে ৷ 5 রাজ্যের আসন্ন নির্বাচনকে মাথায় রেখে পেশ হতে পারে সাবধানী বাজেট, এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

Union budget
বাজেট 2021-22

By

Published : Feb 1, 2021, 12:20 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : আজ সংসদে 2021-22 সালের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ মধ্যবিত্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে এবারের বাজেট ? প্রশ্ন বিভিন্ন মহলে ৷ যদিও এবারে মোদি সরকারের বাজেটে থাকছে বিশেষ নজর ৷ একদিকে কোরোনা পরিস্থিতি অপরদিকে এবছরই দেশের মোট 5টি রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন ৷ সেদিকে নজর রেখেই এবারে নির্মলা সীতারমণ সাবধানী বাজেট পেশ করতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ ৷

কোরোনা আবহে দেশে যে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে তা থেকে বেরোতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে ৷ কিছু কিছু ক্ষেত্রে সময়টা আরও দীর্ঘ হতে পারে ৷ তাই এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নজর ঠিক কোন কোন দিকে থাকে সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷

আরও পড়ুন : আয়ের উৎস খুঁজে ব্যয়ের দিশা কি দেখাতে পারবে নির্মলার বাজেট ?

কোরোনা পরিস্থিতির কথা আসলে প্রথমেই নজরে রাখতে হয় স্বাস্থ্য খাতের দিকে ৷ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর দিকে বিশেষ নজর থাকতে পারে এবারের বাজেটে ৷ অপরদিকে, কোরোনার প্রতিষেধক হিসেবে ইতিমধ্যেই দুটি টিকায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এবং সেক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বিনামূল্যে কোরোনা টিকা দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ তাই এবারের কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ঠিক কতটা বরাদ্দ করতে চলেছেন সেদিকেই নজর বিশেষজ্ঞ মহলের ৷

2021-22 সালের কেন্দ্রীয় বাজেটের কৃষি ও প্রতিরক্ষা ক্ষেত্রেও বিশেষ নজর থাকতে পারে কেন্দ্রের ৷ গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে 'প্রধানমন্ত্রী কিষাণ যোজনা' খাতে মোট 5 হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল ৷ তবে, দেশের অনেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল নিয়ে এমনিতেই ক্ষিপ্ত রয়েছে দেশের অনেক কৃষক সংগঠনগুলো ৷ তাই এবারের বাজেটে মোদি সরকার যে কৃষি ক্ষেত্রে বিশেষ নজর দিতে চলেছে তা বলাই বাহুল্য ৷

নরেন্দ্র মোদি সরকারের এবারে বাজেটে প্রাধান্য পেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রও ৷ একদিকে চিনের সঙ্গে সংঘাত অপরদিকে কাশ্মীর ইশু ৷ এই দুই বিষয় নিয়ে একাধিক বার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ যদিও দেশের প্রতিরক্ষা মন্ত্রক যে আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে তা বারবার শোনা গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও ৷ তাই এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকতে পারে এই ক্ষেত্রে ৷

2020 সালে কোরোনার ফলে প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্র ও রেল পরিষেবাতেও ৷ কোরোনার ফলে দেশের সমস্ত অনলাইন ক্লাস চালু করেছে অধিকাংশ স্কুল ৷ মোদি বিরোধী বেশ কয়েকটি রাজ্যে ট্যাব সহ অনলাইন পড়ার বেশ কয়েকটি প্রয়োজনীয় জিনিস পড়ুয়াদের মধ্যে বিলি করেছে ৷ অপরদিকে, কোরোনার ফলে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্বাভাবিক রেল পরিষেবা ৷ দূরপাল্লার ক্ষেত্রের বিশেষ ট্রেন চালু করা হয়েছে ৷ দেশের অধিকাংশ জায়গায় এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা ৷ যার ফলে একটা ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ভারতীয় রেল ৷ তাই এবারে নির্মলার বাজেটে শিক্ষা ও রেল পরিষেবা বিশেষ নজর পাবে কি না সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷

এবছরে নির্মলার বাজেট হতে চলেছে সাবধানী বাজেট ৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ ৷ কারণ এবছরই 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাষিত অঞ্চলে হতে চলেছে বিধানসভা নির্বাচন ৷ পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পদুচেরিতে ভোট হতে চলেছে ৷ তাই এবারের বাজেটে এই 5টি রাজ্যের জন্য কি বিশেষ কোনও চমক থাকছে ? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details