পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অর্থনৈতিক বৃদ্ধি কমলেও মন্দা হবে না, মন্তব্য নির্মলার - অর্থনৈতিক বৃদ্ধি কমলেও মন্দা হবে না

অর্থনৈতিক বৃদ্ধি কমলেও মন্দা হবে না । রাজ্যসভায় বিরোধীদের সমালোচনার জবাবে আজ একথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

নির্মলা সীতারমন
ছবি

By

Published : Nov 27, 2019, 7:12 PM IST

Updated : Nov 27, 2019, 7:29 PM IST

দিল্লি, 27 নভেম্বর : অর্থনৈতিক বৃদ্ধি কমতে পারে । কিন্তু মন্দা হবে না । আজ রাজ্যসভায় একথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থনৈতিক বৃদ্ধিকে কটাক্ষ করে রাজ্যসভায় বিরোধীরা সরব হন । তাঁদের দাবি, দেশে অর্থনৈতিক মন্দা চলছে । তার জবাবে অর্থমন্ত্রী বলেন, "কোনও মন্দা নেই । আর মন্দা হবেও না । বৃদ্ধি কমলেও অর্থনৈতিক মন্দা হবে না । প্রত্যেকটি পদক্ষেপের হিসেব রাখব আমি ।" জুলাই-সেপ্টেম্বর সময়কালের GDP নম্বর প্রকাশ পাওয়ার পরই পরই আজ একথা বললেন নির্মলা সীতারমন ।

অর্থমন্ত্রী আরও বলেন, "সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রের আর্থিক চাপগুলিকে চিহ্নিত করেছে । সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপও করেছে । 2024 সালে ভারতকে পাঁচ ট্রিলিয়ন অর্থনাতির দেশে সামিল করার লক্ষ্যে অর্থনীতির হাল ফেরানোর উপর জোর দেওয়া হয়েছে । "

নির্মলা সীতারমন বর্তমান সরকারের সঙ্গে কংগ্রেস আমলের বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানেরও তুলনা টানেন । বলেন, "বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে । 2009-14 সালের 189.5 বিলিয়ন ডলার থেকে 2019 সালে বেড়ে হয়েছে 283.9 বিলিয়ন ডলার ।"

অর্থনীতিবিদদের একাংশের মতে, ভারতের অর্থনীতি রীতিমতো লড়াই করছে । বহু মানুষ কর্মহীন । একাধিক ক্ষেত্রে আর্থিক চাপ রয়েছে । বর্তমান অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে GDP-র হার 5 শতাংশের নিচে নেমে যায় । যা ছ'বছরে সর্বনিম্ন ।

Last Updated : Nov 27, 2019, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details