গুয়াহাটি, 30 অগাস্ট : NRC-র প্রথম তালিকা সম্পূর্ণ ছিল না । বিক্ষোভের আঁচ পড়েছিল অসমে । কাল NRC-র সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে । সেই তালিকাও 'অসম্পূর্ণ' হবে বলে মনে করছেন NRC সংক্রান্ত মামলার অন্যতম পিটিশনার অসম পাবলিক ওয়ার্কস (APW) চেয়ারম্যান অভিজিৎ শর্মা ।
কেন অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে ? অভিজিৎ বললেন, "অসমের সমস্যা সমাধানের জন্য 10 বছর আগে আমরা পিটিশন দায়ের করেছিলাম । 10 বছর পর কাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে । কিন্তু, এটা অসম্পূর্ণ তালিকা হবে । কারণ, সাংবিধানিক বেঞ্চে এখনও দুটি মামলা ঝুলে আছে । একটি মামলা দায়ের হয়েছিল 2012 সালে । করেছিলেন মতিউর রহমান । প্রশ্ন ছিল, "কারা ভারতীয় হিসেবে গণ্য হবেন ? 1951 না কি 1971-র আগে আসা মানুষজন ?" দ্বিতীয় মামলাটি হয়েছিল 2015 সালে । করেছিলেন দীপককুমার নাথ এক ব্যক্তি । দুটি মামলাই ঝুলে রয়েছে । এই অবস্থায় NRC-র চূড়ান্ত তালিকা 'অসম্পূর্ণ' হবে ।" তাঁর আরও বক্তব্য, "10 বছর আগে পিটিশন দায়েরের সময় আমরা বলেছিলাম, 1971-র আগে যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের যেন দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয় । এখন আমাদের আবেদন, অসমের অধিবাসীদের (মূলত আদিবাসী সম্প্রদায়) যেন NRC-র তালিকায় জায়গা হয় ।" তবে, তাঁর আশঙ্কা, পুনরায় যাচাই না হয়ে NRC তালিকা প্রকাশিত হচ্ছে ।
এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ
অভিজিৎ আরও বলেন, "2018-র 24 অগাস্ট থেকে আমরা পুনরায় নাম যাচাইয়ের জন্য 5টি হলফনামা জমা দিয়েছিলাম । আদালত শোনেনি । রাজনৈতিক দলগুলি ভোটব্যাঙ্কের রাজনীতিতে ব্যস্ত । জানি না কী তালিকা প্রকাশিত হবে ।"