হায়দরাবাদ, 13 জুন : কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে দীর্ঘ লকডাউন ৷ এবার ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ শিথিল করছে তেলাঙ্গানা সরকার ৷ আড়াই মাস পর ফের সিনেমা ও সিরিয়ালের শুটিং শুরু করার অনুমতি দিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ৷ সেইমতো রামোজি ফিল্ম সিটিতেও শুরু হল শুটিং ৷ ETV-তে সম্প্রচারিত হওয়া তেলুগু ভাষার এক বিখ্যাত সিরিয়াল ‘‘ভক্তিলো সিরিমালে চেটু’’র শুটিং শুরু হল ফিল্ম সিটিতে৷ যদিও নির্বাচিত কয়েকজন স্টাফকে নিয়ে M-সিটির একটি বাড়িতে শুটিং শুরু হল ৷ দূরত্ব ও সমস্ত নিরাপত্তাবিধি মেনেই হচ্ছে শুটিং ৷
প্রায় আড়াই মাস অপেক্ষার পর নতুন জীবনশক্তিতে ফের শুটিং শুরু হল ফিল্ম সিটিতে ৷ অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা সরকারের এই অনুমোদনের পরে, টিভি ইন্ডাস্ট্রিও প্রতিদিনের সিরিয়ালগুলির শুটিং শুরু করে। সেটগুলিতে, COVID-19 নির্দেশিকা অনুসরণ করা হচ্ছে ।
‘‘ভক্তিলো সিরিমালে চেটু’’র শুটিংয়ে যে যে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে তা হল : ইনডোর ও আউটডোর শুটিংয়ের স্থানগুলিকে জীবাণুমুক্ত করা হয়েছে ৷ সমস্ত কলাকুশীলব ও ক্রু-দের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে ৷ এছাড়া সবাইকে স্যানিটাইজ়ার বিলি করা হয়েছে ৷ সেটে একটি জীবাণুমুক্তকরণ ট্যানেল তৈরি করা হয় ৷ ক্যামেরা ও অন্য যন্ত্রপাতিগুলিও সময়ে সময়ে জীবাণুমুক্ত করা হয় ৷ মেকআপ শিল্পীদের PPE কিট পরতে হয় ৷ যদিও কয়েকজন শিল্পী নিজেরাই নিজেদের মেকআপ করেন ৷ বিরতির সময়ও দূরত্ববিধি মানা হয় ৷ বেশিরভাগ কাস্ট ও ক্রু-রা নিজেদের বাড়ি থেকে খাবার নিয়ে আসেন ৷ শুটিংয়ের সময়ও সামাজিক দুরত্ব মানা হয় ৷ কলাকুশীলবদের মতো সমস্ত ক্রু-রা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন ৷ একটি এপিসোডের শুটিং হয় মাত্র 20-30 জন সদস্য নিয়ে ৷
ধারাবাহিকের একটি দৃশ্যের শুটিং চলছে রামোজি ফিল্ম সিটির নিরাপত্তা ব্যবস্থাপনা দেখে সবাই খুশি হয়েছেন ৷ কোরোনা প্যানডেমিকের সময় RFC-র এই ব্যবস্থাপনায় তাঁরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ৷ অভিনেত্রী যমুনা বলেন, ‘‘এই পরিস্থিতিতে অভিনেতা-অভিনেত্রীদের নিজেদের মেকআপ নিজেরাই করে নেওয়া উচিত ৷ শুটিং করার সময় আমরা মাস্ক ব্যবহার করতে পারব না ৷ শুরুতে আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম ৷ কিন্তু সেটের ব্যবস্থাপনা অসাধারণ ৷ পুরো মেকআপ রুম জীবাণুমুক্ত করা হয়েছে ৷ মেকআপ শিল্পীরা PPE কিট পরে আছেন ৷ আমাদের সেটে প্রবেশ করার আগে থার্মাল স্ক্রিনিং করা হয়েছে ৷ যদি কারও শরীর খারাপ মনে হয়, তাঁকে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ সবাই নিরাপত্তাবিধি মেনে চলছে ৷ এই নিরাপত্তা ব্যবস্থাগুলি আমাকে অনেক উৎসাহ যুগিয়েছে ৷ লকডাউনের পর এটাই আমার প্রথম শুটিং ৷ আমি ভীষণ খুশি ৷ ’’
ETV ভারতকে অভিনেতা লক্ষ্মী রঞ্জন বলেন, ‘‘ শুটিং শুরু হবে ভেবে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম ৷ কোরোনা নিয়ে আমরা সবাই ভয়ের মধ্যে আছি ৷ কিন্তু প্রোডাকশন হাউজ় থেকে আমার জন্য একটি জীবাণুমুক্ত গাড়ি পাঠানো হয় ৷ সে গাড়িতে দু’জনের বেশি মানুষ ছিল না ৷ সেটে বিভিন্ন নিরাপত্তাবিধি অনুসরণ করা হচ্ছে দেখে আমি খুশি ৷ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময়ও আমরা দূরত্ববিধি মেনে চলছি ৷ তাই হয়ত ঘনিষ্ঠ দূশ্যগুলি সেইভাবে তুলে ধরা যাবে না ৷ কিন্তু আমরা খুব চেষ্টা করব ৷’’ সিরিয়ালের পরিচালক কোন্ডেতি কিরণ কোরোনা পরিস্থিতিতে শুটিং নিয়ে তাঁর মতামত জানালেন, ‘‘ আমি একবছর ধরে এই ধারাবাহিকটি পরিচালনা করছি ৷ আজ পর্যন্ত 1,426টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছে ৷ লকডাউনের কারণে প্রায় তিন মাসের মতো আমাদের শুটিং বন্ধ রাখতে হয়েছিল ৷ লোকে বিনোদন চায়, আর আমরা চাই জীবিকা ৷ তাই দীর্ঘ বিরতির পর আমরা আবার ধারাবাহিকের শুটিং শুরু করলাম ৷ আমরা সেটগুলিরও চূড়ান্ত যত্ন নিচ্ছি ৷ ’’
PPE কিট ব্যবহার করে অভিনেতা- অভিনেত্রীদের মেকআপ করছেন শিল্পীরা