ইন্দোর (মধ্যপ্রদেশ) 18 এপ্রিল: লকডাউনের কারণে বন্ধ পরিবহন ব্যবস্থা । অ্যাম্বুলেন্স পরিষেবাও কম । ফলে, অসুবিধায় পড়ছেন বহু রোগী । আবার এর মধ্যে কারও কোরোনার উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাঁকে কোরোনা হাসপাতলে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকেও । সমস্যা লঘু করতে ওলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ইন্দোর জেলা প্রশাসন ।
ডিস্ট্রিক্ট কালেক্টর মানিশ সিংয়ের ব্যাবস্থাপনায় 50টি ওলা ট্যাক্সিকে অ্যাম্বুলেন্স রূপে ব্যবহার করা হবে । ইন্দোর উন্নয়ন শাখার CEO চন্দ্রমৌলি শুক্লা বলেন , "আমরা 50টি ওলা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি । চালু করার মূল কারণ হল, স্ক্রিনিংয়ের পর এই অ্যাম্বুলেন্সে করে রোগীকে গ্রিন হাসপাতাল থেকে ইয়েলো হাসপাতালে পৌঁছে দেওয়া যাবে । আমরা একটি কন্ট্রোল রুমও খুলেছি । "