জম্মু ও কাশ্মীর, 11 অক্টোবর : জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল করার জেরেই লাদাখ সীমান্তের এই পরিস্থিতি । এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা । এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, " উপত্যকায় ফের 370 ধারা লাগু হবে । "
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে । ভারতীয় সীমানায় বার বার চিনা সেনারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে । লাদাখ সীমান্তের এই পরিস্থিতির জন্য 370 ধারা বাতিলকে দায়ী করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, "জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিল করার জন্যই লাদাখ সীমান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে । চিন কখনোই 370 ধারা বাতিল করে দেওয়া মেনে নিতে পারেনি । আমি আশা করি তাঁদের সহযোগীতায় উপত্যকায় আবার 370 ধারা লাগু করা হবে ।"