দিল্লি, 12 জানুয়ারি : কৃষকদের বিভ্রান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছে সরকার ৷ নয়া কৃষি বিল নিয়ে আবারও মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা নয়া তিনটি কৃষি আইন বাতিল ছাড়া অন্য় কিছুতে সন্তুষ্ট হবে না ৷ আর তারপরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন রাহুল ৷
আজ রাহুল তাঁর টুইটে লেখেন, ‘‘কৃষকদের বিভ্রান্ত করার ব্য়র্থ চেষ্টা চালাচ্ছে সরকার ৷ কৃষকরা তাদের উদ্দেশ্য় সম্পর্কে অবগত রয়েছে এবং তাঁদের দাবিও স্পষ্ট ৷ কৃষি বিরোধী আইন প্রত্য়াহার ৷’’ গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নয়া কৃষি আইন নিয়ে আলোচনা করে সমাধান সূত্র বের করতে একটি কমিটি গঠনের করা হবে ৷ তবে, কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট কমিটি গঠন করলেও, তারা কমিটির সঙ্গে আলোচনায় যাবে না ৷ কৃষকদের এই আন্দোলন নিয়ে আর এক কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, ‘‘আন্দোলনকারী কৃষকদের কথা শুনতে হবে ৷ বিগত কয়েক বছর ধরে সরকার কৃষিক্ষেত্রকে কার্যত উপেক্ষা করে গিয়েছে ৷ সংখ্য়াগরিষ্ঠ কৃষক যে পরিস্থিতির মধ্যে কাজ করছে, সরকার তা চিহ্নিত করতে ব্য়র্থ হয়েছে ৷ আর যে আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে তাঁরা গিয়েছেন, তার ফল স্বরূপ এই আন্দোলন হচ্ছে ৷ এটা সরকারকে বুঝতে হবে ৷’’