পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ ফের কেন্দ্র-কৃষক প্রতিনিধিদলের বৈঠক - কেন্দ্রীয় কৃষি আইন

আজ ফের এক দফা বৈঠকে বসার কথা কেন্দ্র ও কৃষক প্রতিনিধিদলের। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় কৃষকরা।

Farmers' protest
Farmers' protest

By

Published : Dec 5, 2020, 9:33 AM IST

Updated : Dec 5, 2020, 10:17 AM IST

দিল্লি, 5 নভেম্বর : আন্দোলনরত কৃষকদের সঙ্গে আজ ফের আলোচনায় বসতে চলেছে কেন্দ্র । তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এর জেরে সরগরম রাজধানী ও তার সংলগ্ন এলাকা।

বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে এক দফা বৈঠকে বসেছিলেন কৃষক প্রতিনিধিরা । বৈঠকে কেন্দ্রের তরফে কৃষি আইন সংক্রান্ত কিছু সংশোধনীর ইঙ্গিত দেওয়া হয়। অন্যদিকে কৃষকনেতারা সরকারকে সংসদে একটি বিশেষ অধিবেশনের পরামর্শ দিয়েছিলেন এবং তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন ।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই আলোচনার পর বলেছিলেন, কেন্দ্র কৃষকদের বিষয়গুলি নিয়ে খোলাখুলি আলোচনা করেছে । কৃষকদের আরও আইনি অধিকার দেওয়ার কথা ভাববে সরকার। ন্যূনতম সহায়ক মূল্য থাকবে। বৈঠকে উত্থাপিত বিষয়গুলি নিয়ে সরকার আলোচনা করবে এবং আশা করা হচ্ছে, পরবর্তী আলোচনায় চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসা যেতে পারে ।

প্রসঙ্গত, এর আগে 1 ডিসেম্বর কৃষিমন্ত্রীসহ কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় কৃষকরা সরকারের পক্ষ থেকে চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছিলেন, তাঁরা সরকারের কাছ থেকে তাঁদের অধিকারের দাবিতে এসেছেন, চা পান করতে নয় ।

Last Updated : Dec 5, 2020, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details