দিল্লি, 26 জানুয়ারি : লালকেল্লায় উড়ল কৃষকদের পতাকা৷ লালকেল্লার যেখানে স্বাধীনতা দিবসের দিন তেরঙ্গা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার সেখানেই আন্দোলনকারী কৃষকরা পতাকা উত্তোলন করেন৷ যদিও তার আগে থেকেই দিল্লি উত্তপ্ত হয়ে ওঠে কৃষকদের বিক্ষোভের জেরে৷ যে বিক্ষোভ সামলাতে কার্যত হিমশিম খেতে হয়েছে দিল্লি পুলিশকে৷
আর এই ধরনের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বেশ কয়েক বছর পর ঘটল দেশের রাজধানীতে৷ সাম্প্রতিক অতীতে দিল্লির বুকে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা গিয়েছে দু’বার৷ একবার যখন আন্না হাজারে লোকপাল বিলের দাবিতে আন্দোলনে বসেছিলেন, আর দ্বিতীয়বার ঘটে নির্ভয়ার ধর্ষকদের শাস্তির দাবি নিয়ে৷ এই দু’বারই দিল্লি পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল আন্দোলনকরীদের সামলাতে৷
তবে আন্না হাজারের আন্দোলন বা নির্ভয়া-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, দু’টোই ঘটেছিল ইউপিএ সরকারের দ্বিতীয় জমানায়৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই ধরনের বিক্ষোভ এই প্রথম হল নয়াদিল্লিতে৷ স্বাভাবিক ভাবেই এই বিক্ষোভের ফলাফল কী হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷
গত সেপ্টেম্বরে বাদল অধিবেশন চলাকালীন সংসদে তিনটি নতুন কৃষি আইন পাস করায় কেন্দ্রের মোদি সরকার৷ তার বিরুদ্ধেই প্রায় দু’মাস ধরে দিল্লির সীমানার বাইরে আন্দোলন চালাচ্ছে 40টি কৃষক সংগঠন৷ কেন্দ্রের সঙ্গে আলাপ-আলোচনা চলছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিটিও দু’পক্ষের মধ্যে সমঝোতার প্রক্রিয়া শুরু করেছে৷ কিন্তু কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড়৷ তাই আজ, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা দিল্লির রাজপথে ট্রাক্টর মিছিল করার ডাক দিয়েছিল৷ কিন্তু দিল্লি পুলিশ সেই আন্দোলনের অনুমতি দেয়নি৷
ফলে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় এই ট্রাক্টর মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়৷ সবচেয়ে বেশি গোলমাল হয় আইটিও এলাকায়৷ সেখানে ট্রাক্টর নিয়ে মিছিল করেন কৃষকরা৷ পুলিশ আটকাতে গেলে বেপরোয়া ভাবে ট্রাক্টর চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ পাশাপাশি দিল্লি পুলিশের সদর দপ্তরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ সেখানে পুলিশ কর্মীদের আক্রমণেরও অভিযোগ উঠেছে৷ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও উঠেছে৷
আরও পড়ুন :সিঙ্ঘু ও টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙল কৃষকরা
যদিও ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইট বলেন, ‘‘মিছিল শান্তিপূর্ণ ভাবেই হয়েছে৷ গোলমালের কোনও খবর মেলেনি৷ আমরা গাজিপুরে আছি৷ আমরা যান চলাচল যাতে সুষ্ঠু থাকে সেদিকে নজর রাখছি৷’’ সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে যে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ঢুকে পড়েছিল কিছু সমাজবিরোধী৷ তারাই গোলমাল করেছে৷