দিল্লি, 14 জানুয়ারি :পোঙ্গল, মকর সংক্রান্তি ও মাঘবিহু উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের । আন্দোলনরত কৃষকদের প্রতি তাঁর বার্তা, "আমাদের কৃষক ও শ্রমিকরা তাঁদের অধিকারের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন ৷"
আজ তামিলনাড়ু গিয়ে জাল্লিকাট্টুর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ পোঙ্গল নিয়েও টুইট করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানাই ৷ আপনাদের সঙ্গে পোঙ্গল পালন করতে আমি তামিলনাড়ুতে আসছি ৷ আমি মাদুরাইতে জাল্লিকাট্টু উৎসবে উপস্থিত থাকব ৷"