মালনাদ (কর্নাটক) , 30 নভেম্বর: দেখতে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ৷ অথচ জাতে-স্বভাবে সারমেয় ৷ এমন দৃষ্টান্ত দেখা গেল শিবামগ্গার মালনাদ অঞ্চলে ৷ মালনাদের বাসিন্দা শ্রীকান্ত গৌড়ার পোষ্য সারমেয় ৷ শ্রীকান্ত পেশায় কৃষক ৷ তাঁর রয়েছে ফসলে ভরা খেত ৷ আর সেই খেতে সময় অসময়ে তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করত বাঁদরের দল ৷ বাঁদরের দলকে শায়েস্তা দিতেই তিনি নিজের পোষ্য কুকুরের গায়ে হলুদ- কালো ডোরাকাটা রং করে দিলেন ৷ পোষ্য সারমেয় হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ এবং তাকে কৃষক জমির ফসল পাহারাদারিতে লাগিয়ে দিলেন ৷ যাতে বাঁদরের দল ভয় পেয়ে ওই ফসলি জমিতে না ঢোকে তাই এমন বুদ্ধি বার করেছেন ৷
তিনি জানান, বছর চারেক আগে তিনি ভাটকলে দেখেছিলেন বাঁদর তাড়াতে বাঘের মতো দেখতে একটি পুতুল খেতের মাঝে এবং চারিদিকে রাখা আছে ৷ তাতে বাঁদরের দল ভয় পেয়ে আর খেতমুখো হত না ৷ তা দেখে নিজেও সেই ব্যবস্থা করেছিলেন ৷ কিন্তু ওই পুতুলকাণ্ড বেশি দিন টেকেনি ৷ বাঁদরের দল বাঘের মতো দেখতে পুতুলটিকে তোয়াক্কা না করে ফের খেতে ঢুকতে থাকে ৷ আর আগের মতোই ফসল নষ্ট করতে থাকে ৷ না পেরে শ্রীকান্ত অন্য উপায় খুঁজতে থাকেন ৷ চটজলদি তাঁর পোষ্যটিকে বাঘের গায়ের রং করার কথা মাথায় আসে ৷