পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষি বিল ফড়েদের হাত থেকে মুক্তি দেবে চাষিদের : অমিত শাহ - কৃষি বিল

কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরত কউর বাদল ।

Amit Shah
Amit Shah

By

Published : Sep 19, 2020, 8:45 AM IST

দিল্লি , 19 সেপ্টেম্বর : লোকসভায় কৃষি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানান , এই প্রস্তাবিত আইনগুলি কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাঁদের বিভিন্ন বাধা অতিক্রম করতে সাহায্য করবে ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷


শুক্রবার বেশ কয়েকটি টুইটের মাধ্যমে তিনি কৃষকদের অবদানের প্রশংসা করেন ৷ টুইটারে তিনি লেখেন , দেশ তার পরিশ্রমী কৃষকদের জন্য গর্বিত ৷ যারা জাতির সম্পদ ও সমৃদ্ধি নিজেদের কাঁধে বহন করে ।

এরপরই তিনি কৃষি বিল পাশের জন্য মোদি সরকারকে কৃতজ্ঞতা জানান ৷ লেখেন , ’’ এই প্রথমবার কেন্দ্রে এমন একটি সরকার রয়েছে , যারা কৃষকদের ক্ষমতায়নের জন্য দিন-রাত এক করে কাজ করে চলেছে ৷ আর সেক্ষেত্রে বৃহস্পতিবার লোকসভায় যুগান্তকারী কৃষি সংস্কার বিল পাশ একটি "অভূতপূর্ব পদক্ষেপ" ৷ মোদি সরকারের এই বিল কৃষিক্ষেত্রে পরিবর্তন আনবে , কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাদের অন্যান্য বাধা অতিক্রম করতে সাহায্য করবে । এই বিলগুলি কৃষকদের পণ্য বিক্রির নতুন সুযোগ দেবে। তাঁদের আয় বাড়বে ৷ মোদি সরকারের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কৃষি সংস্কার বিল কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলবে ৷ ’’


বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংস্কারের দু’টি বিল পাশ হয় ৷ এই দু’টি বিলের একটি হল ফারমার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020 ৷ যেখানে কৃষক ও ব্যবসায়ীরা কৃষকের পণ্য ক্রয় ও বিক্রয়ে স্বাধীনতা উপভোগ করবেন ৷ যা দক্ষ, স্বচ্ছ এবং বাধা-মুক্ত আন্তঃরাজ্য এবং অন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে সাহায্য করবে ৷ আরেকটি বিল হল- ফারমার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020 ৷ যেখানে কৃষি চুক্তিগুলির একটি জাতীয় কাঠামো সরবরাহ করার চেষ্টা করা হয়েছে ।

যদিও এই কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । তাছাড়া , বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের থেকে কৃষি বিলগুলি নিয়ে সমালোচনা চলছে ৷ এই পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী কৃষি বিলগুলি নিয়ে কৃষকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন , " নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।" এরপরই শুক্রবার অমিত শাহ প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কৃষি বিলগুলির কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরলেন ৷

ABOUT THE AUTHOR

...view details