দিল্লি, 24 জুলাই : বিদেশ থেকে আগত বিমানযাত্রীদের দুই দফায় স্বাস্থ্যপরীক্ষা করা হবে । জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা । এছাড়া আগের মতো প্রথম সাতদিন নিজ খরচে বাধ্যতামূলক ইন্সটিটিউশনাল কোয়ারানটিনে থাকতে হবে । পরের সাত দিন নিজের বাড়িতে কোয়ারানটিনে থাকতে হবে প্রত্যেক যাত্রীকে । আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রক, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও বিউরো অফ ইমিগ্রেশনের আধিকারিকদের বৈঠক ছিল । ওই বৈঠকেই এই নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।
16 জুলাই অসামরিক যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরি জানিয়েছিলেন, ফ্রান্স ও অ্যামেরিকার সঙ্গে নিজস্ব দ্বিপাক্ষিক বাবল তৈরি করেছে ভারত । এই বাবলের চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালানো যাবে দেশগুলির সঙ্গে ।
18 জুলাই থেকে 1 অগাস্টের মধ্যে এয়ার ফ্রান্সের 28 টি বিমান যাতায়াত করবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্যারিসের মধ্যে । অন্যদিকে অ্যামেরিকান উড়ান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের 18 টি বিমান ভারতে যাতায়াত করবে 17 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে ।
জার্মানি ও ব্রিটেনের সঙ্গেও দ্রুত এই ধরনের চুক্তি করা হবে বলে জানা গেছে । কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে আগত যাত্রীদের প্রথম সাতদিন নিজ খরচে বাধ্যতামূলক ইন্সটিটিউশনাল কোয়ারানটিনে থাকতে হবে এবং সাত দিন নিজের বাড়িতে কোয়ারানটিনে থাকতে হবে ।