সাগরদিঘি, 30 অক্টোবর : গতকাল সাগরদিঘি ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু গাড়ি না পাওয়ায় হয়ে ওঠেনি ৷ আজ কাশ্মীর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছিলেন রফিকুল, নইমুদ্দিন, কামারুদ্দিন, রফিক ও মুরসালিম ৷ বাড়ি ফেরার জন্য করেছিলেন গোছগাছ ৷ পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটাও করেছিলেন ৷ বাড়ির লোক প্রিয়জনদের আসার অপেক্ষায় ছিলেন ৷ কিন্তু, কাশ্মীর থেকে একটা ফোন কল সব বদলে দিল ৷ বাড়ির লোকজন জানতে পারলেন, আর ফিরে আসবে না রফিকুল, কামারুদ্দিনরা ৷ স্থানীয় পুলিশকর্মীরা বাড়ি এসে জানান,জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে মুরসালিমদের ৷ তারপর থেকে শোকস্তব্ধ গোটা সাগরদিঘি ৷
কাজের সূত্রে প্রায় এক মাস আগে দক্ষিণ কাশ্মীরে গিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচজন বাসিন্দা ৷ তাঁরা রফিকুল শেখ (22), কামারুদ্দিন শেখ (34), নইমুদ্দিন শেখ (32), রফিক শেখ (51) ও মুরসালিম শেখ (36) ৷
পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন পাঁচজনে ৷ গতকাল সন্ধেবেলা নিজেদের বাড়িতেই ছিলেন তাঁরা ৷ সেসময় তাঁদের উপর হামলা করে জঙ্গিরা ৷ দুষ্কৃতীরা বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
মৃত রফিকুল শেখের মা মুনজ়রা বিবি বলেন, "গতরাতে পুলিশ এসে আমাকে ঘুম থেকে তোলে ৷ জানায়, আমার ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে ৷ আমার ছেলে ওখানে ধান কাটার কাজ করত, শ্রমিকের কাজ করত, আপেল পাড়ার কাজ করত ৷"