কানপুর, 10 জুলাই: বিকাশের এনকাউন্টারে খুশি শহিদ পুলিশ কর্মীদের পরিবার ৷ ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ৷
3 জুলাই কানপুরের বিকরু গ্রামে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে অভিযান চালায় কানপুর পুলিশ ৷ সেখানেই দুষ্কৃতীর গুলিতে শহিদ হন পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র-সহ আটজন পুলিশ কর্মী , আহত হন আরও ছয় পুলিশ কর্মী ৷ এরপরই বিকাশ দুবেকে ধরতে উঠে পড়ে লাগে পুলিশ কর্মীরা ৷ গতকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ দুবেকে গ্রেপ্তার করে পুলিশ ৷
আজ ভোরবেলায় বিকাশকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার পথে কানপুরের একটি টোল প্লাজার কাছে গাড়িটি উলটে যায় ৷ পুলিশের দাবি, আহত অবস্থাতেই পুলিশের পিস্তল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিকাশ ৷ আত্মসমর্পণ করতে বলা হলেও বিকাশ না শোনায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ ৷ সরাসরি বুকেই গুলি লাগে বিকাশের ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷