পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিকাশের সাহায্য়কারীরা অধরাই থেকে গেল, খুশি হলেও সন্তুষ্ট নয় নিহত পুলিশ কর্মীদের পরিবার

বিকাশ দুবের এনকাউন্টারে খুশির হাওয়া শহিদ পুলিশ কর্মীদের পরিবারে ৷ তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল এবং কারা বিকাশকে পালাতে সাহায্য করেছিল, সেই বিষয়ে জানতে না পারায় কিছুটা দুঃখিতও তারা ৷

reaction on Vikas Dubey's encounter
বিকাশ দুবের এনকাউন্টার

By

Published : Jul 10, 2020, 1:05 PM IST

কানপুর, 10 জুলাই: বিকাশের এনকাউন্টারে খুশি শহিদ পুলিশ কর্মীদের পরিবার ৷ ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ৷

3 জুলাই কানপুরের বিকরু গ্রামে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে অভিযান চালায় কানপুর পুলিশ ৷ সেখানেই দুষ্কৃতীর গুলিতে শহিদ হন পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র-সহ আটজন পুলিশ কর্মী , আহত হন আরও ছয় পুলিশ কর্মী ৷ এরপরই বিকাশ দুবেকে ধরতে উঠে পড়ে লাগে পুলিশ কর্মীরা ৷ গতকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ দুবেকে গ্রেপ্তার করে পুলিশ ৷

আজ ভোরবেলায় বিকাশকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার পথে কানপুরের একটি টোল প্লাজার কাছে গাড়িটি উলটে যায় ৷ পুলিশের দাবি, আহত অবস্থাতেই পুলিশের পিস্তল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিকাশ ৷ আত্মসমর্পণ করতে বলা হলেও বিকাশ না শোনায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ ৷ সরাসরি বুকেই গুলি লাগে বিকাশের ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

শহিদ কনস্টেবল জিতেন্দ্র পাল সিংয়ের বাবা তিরথ পাল ও কনস্টেবল সুলতান সিংয়ের স্ত্রী উর্মিলা ভার্মা

বিকাশ দুবের মৃত্যুতে শহিদের পরিবারের সদস্যরা খুশি হলেও বিকাশকে কে সাহায্য করছিল, এই ঘটনাটি ধাপাচাপা পড়ে যাওয়ায় কিছুটা মনঃক্ষুণ্ণও তারা ৷

এনকাউন্টারের ঘটনার পরই শহিদ কনস্টেবল জিতেন্দ্র পাল সিংয়ের বাবা তিরথ পাল বলেন, ‘‘আমি উত্তরপ্রদেশ পুলিশের উপর গর্বিত ৷ আজ তারা যা করেছে, তাতে আমার ছেলের আত্মা শান্তি পেল ৷ আমি প্রশাসন ও যোগী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’

আর এক শহিদ কনস্টেবল সুলতান সিংয়ের স্ত্রী উর্মিলা ভার্মা বলেন, ‘‘আমি সন্তুষ্ট ৷ তবে যারা বিকাশকে সাহায্য করছিল, তাদের কে সামনে আনবে? ওকে প্রশ্ন করলে এই বিষয়ে জানা যেত ৷’’

ABOUT THE AUTHOR

...view details