দিল্লি, 7 নভেম্বর : ঘরে বন্ধ করে বারবার করা হয়েছে ধর্ষণ ৷ বহুদিন ধরে চলেছে শারীরিক নির্যাতন ৷ গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ৷ পুড়ে গিয়েছিল শরীরের 90 শতাংশ ৷ অনেক চেষ্টার পরও বাঁচানো গেল না তাঁকে ৷ বাঁচার জন্য তাঁর চিৎকার এখনও কানে বাজছে পরিবারের মানুষগুলোর ৷ অপরাধীরা শাস্তি পেলে তবেই শান্তি পাবে তাঁর আত্মা ৷ হায়দরাবাদের মতো তাঁর মেয়ের খুনিদেরও গুলি করে মারা হোক, কান্নায় ভেঙে পড়ে বলেন মৃতের বাবা ৷
সাংবাদিকদের কাছে মৃতের বাবা বলেন, "সরকার ও কর্তৃপক্ষের কাছে থেকে আমি শুধু চাই, হায়দরাবাদের ঘটনায় অভিযুক্তদের যেমন শাস্তি হয়েছে, আমার মেয়ের উপর যারা অত্যাচার করেছে, তাদেরও যেন এমন গুলি করে মারা হয় ৷ আমার কোনও সরকারি সাহায্য চাই না ৷ আমি আর কিছু চাই না ৷ আমার মেয়ে ট্রেন ধরতে রায়বরেলি যাচ্ছিল ৷ সে একাই ছিল ৷"