পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফেসবুকে কী করছে সন্তান? নজরদারির সুযোগ পাচ্ছে বাবা-মা - Facebook Messenger Kids

সারাদিন ফেসবুকে ডুবে থাকে আপনার সন্তান ? তা নিয়ে আপনি চিন্তিত ? তাহলে আপনার জন্য় সুখবর ৷

Facebook new feature
ফাইল ছবি

By

Published : Feb 8, 2020, 6:19 AM IST

ক্য়ালিফোর্নিয়া, 8 ফেব্রুয়ারি : দিনের বেশিরভাগ সময়টাই ফেসবুকে মগ্ন আপনার সন্তান ৷ কী করছে, কার সাথে কথা বলছে, কোন কোন ভিডিয়ো দেখছে এসব নিয়ে কি আপনি চিন্তিত ? কিছুটা হলেও সেই চিন্তা থেকে আপনার মুক্তির সুযোগ করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ ৷ এবার থেকে আপনার সন্তানের ফেসবুক অ্য়াক্টিভিটির উপর নজরদারি করতে পারবেন আপনিও ৷ তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জার কিডস ব্য়বহারকারীর মা-বাবারা ৷ ইতিমধ্যেই এই সুবিধা চালু করা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের তরফে ৷

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার মরগান ব্রাউন এক বিবৃতিতে জানিয়েছেন, "গত এক মাসে আপনার সন্তান কার কার সঙ্গে কথা বলেছে, কার সঙ্গে ভিডিয়ো চ্য়াট করেছে বা কতটা সময় কথা বলেছে, এইসব তথ্য় এবার থেকে মা-বাবারা জানতে পারবেন ৷ " ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ম্যাসেঞ্জার কিডসের প্যারেন্ট ড্যাশবোর্ডে এই নতুন প্রাইভেসি ফিচার যুক্ত করা হয়েছে ৷ সেখান থেকেই পাওয়া যাবে যাবতীয় তথ্য় ৷

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাচ্চারা ফেসবুকে কার সঙ্গে কথা বলছে, কাকে ভিডিয়ো কল করছে, এই সব তথ্য়ের পাশাপাশি কাকে ব্লক করেছে তাও এই নতুন প্রাইভেসি ফিচার থেকে জানতে পারবেন অভিভাবকরা ৷ অ্যান্ড্রয়ে়ড ও iOS দুই প্লাটফর্মেই এই সুবিধা উপলব্ধ ৷


ABOUT THE AUTHOR

...view details