ইস্ত্রি করা জামাকাপড় পরতে কে না পছন্দ করেন ! রোজকার অফিস হোক বা কোনও অনুষ্ঠানবাড়ি... পরিপাটি করে ভাঁজে ভাঁজে ইস্ত্রি করা প্রিয় পোষাকটিই যেন সবার আগে চাই । কিন্তু কখনও কি ভেবেছেন কোনও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জামা-কাপড় ইস্ত্রি করার কথা ? বা কোনও পাহাড়ি খরস্রোতা নদীর উপর একটি মাত্র দড়িতে ঝুলে থেকে কাপড় ইস্ত্রি করার কথা ?
এ-ও নাকি এক খেলা । সত্যি কত বিচিত্র খেলাই না রয়েছে এই পৃথিবীতে । একবার তো একদল স্কাইডাইভারকে মাঝ আকাশে ঝাঁপ দিয়ে কাপড় ইস্ত্রি করতে দেখা গেছিল । তাঁরা শূন্যে ভাসছেন । সঙ্গে আয়রন বোর্ড, কাপড়, ইস্ত্রি... সেগুলিও । যতক্ষণে তাঁরা মাটি স্পর্শ করেন, ততক্ষণে কাপড় পরিপাটি করে ইস্ত্রি । কী ভাবছেন ? এমনও আবার কোনও খেলা হয় নাকি...
এই আজব খেলার নাম এক্সট্রিম আয়রনিং । কাজ বলতে গেলে বিশেষ কিছুই না । শুধু কাপড় ইস্ত্রি করতে হবে আপনাকে । কিন্তু কীভাবে, কী অবস্থায় আপনি সেই কাপড়টি ইস্ত্রি করছেন, সেটাই আসল ।
এ-এক বিচিত্র খেলা । বিভিন্ন পরিস্থিতিতে কাপড় ইস্ত্রি করার পরীক্ষা । কখনও গাছের মগডালে উঠে, কখনও বা জলের তলায়, কখনও জঙ্গলে... প্রতিমুহূর্তে আপনার ক্ষমতার পরীক্ষা নেবে এই খেলা ।
আরও পড়ুন :বিয়ের আগে নোংরা-পচা জলে স্নান করানো হয় এখানে
মূল বিষয়টি হচ্ছে, আপনাকে কোনও একটি প্রত্যন্ত জায়গায় যেতে হবে । সঙ্গে থাকবে একটি আয়রন বোর্ড, একটি তারবিহীন ইস্ত্রি ও কিছু অগোছালো জামা-কাপড় । এবার সেই প্রত্যন্ত জায়গায় আপনাকে ওই অগোছালো কাপড় ইস্ত্রি করতে হবে । যে যত চরম পরিস্থিতিতে কাপড় ঠিকঠাক ইস্ত্রি করতে পারবে, সে-ই হবে এই খেলার বিজয়ী। পাশাপাশি কে কত দ্রুত কাপড় ইস্ত্রি করতে পারলেন সেটাও এ প্রতিযোগিতায় দেখা হয়।