দিল্লি, 6 অগাস্ট : রামমন্দির নিয়ে পাকিস্তানের টিপ্পনির জবাব দিল ভারত ৷ গতকাল অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ছিল ৷ রামমন্দির নির্মাণ নিয়ে ভারতকে খোঁচা দেয় পাকিস্তান ৷ প্রতিবেশী দেশকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয় ভারতের বিদেশমন্ত্রক ৷
অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানকে না থাকার 'পরামর্শ' বিদেশমন্ত্রকের - রমমন্দির
বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব পাকিস্তানকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে না থাকারও পরামর্শ দেন ৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব পাকিস্তানকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে না থাকারও পরামর্শ দেন ৷ অনুরাগ বলেন, ‘‘পাকিস্তানের ইসলামিক রিপ্লাবিকের ভারত সম্পর্কিত প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখেছি ৷ তাদের উচিত ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানো ৷ এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়া থেকে বিরত থাকা দরকার পাকিস্তানের ৷’’
শ্রীবাস্তব আরও বলেন, ‘‘ যদিও এটা অবাক করার মতো কোনও বিষয় নয় ৷ সীমান্তে জঙ্গি কার্যকলাপ যারা মদত দেয় তাদের কাছে এটা খুবই সহজ ৷ ওরা নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার অস্বীকার করে ৷ তাদের ধর্মীয় অধিকার অস্বীকার করে ৷ তবে এই ধরনের মতামত খুবই নক্কারজনক ৷’’